বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: মহান বিজয়ের মাসে গোপালপুরে জাতীয় পতাকায় মোড়ানো লাল সবুজের স্কুল উপহার দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিশুদের স্কুলগামী করা, ঝরে পড়া রোধ, জাতীয় পতাকা ও সংগীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে হাতেখড়ি দেয়ার লক্ষ্যে এমনই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে এভাবে সাজানো হয়েছে। স্কুল ভবনগুলো দেখলে মনে হবে এই যেন লাল সবুজের বাংলাদেশ। কিছু কিছু স্কুলের ভেতরের দেয়ালও একইভাবে মনোরম চিত্রে শোভায়িত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের চিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি গণমাধ্যমকে বলেন, ‘এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৭ হাজার শিশু পড়ালেখা করে। এসব শিশুদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ শেখানোর পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়কে শিশুদের জন্য সেকেন্ড হোম করার চিন্তা থেকেই ‘এক্সিল্যান স্কুল’ নামে এ ব্যতিক্রমধর্মী প্রয়াস নেওয়া হয়। এতে সুফল মিলছে।’