,

বশেমুরবিপ্রবি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ফল প্রকাশিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের সাবজেক্ট চয়েজের ফল প্রকাশিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১১ এবং ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে নিজ নিজ বিভাগে ভর্তি ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের ফল প্রকাশ করা হবে এবং ১৮ ডিসেম্বর তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
একই দিনে বিভিন্ন কোটায় চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদেরও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আসন সংখ্যার দিক থেকে দেশের চতুর্থ বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টিতে এ বছর ভর্তির সুযোগ পাচ্ছে প্রায় ৩ হাজার ২৪৫ জন শিক্ষার্থী। ফল ও ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর