,

নেত্রকোনায় কৃষকলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় কৃষকলীগ নেতা এ.কে.এম মাসুদ ফারুক (৫৩) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি গ্রেফতার হয়েছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা থেকে একজনকে ও দিবাগত রাত তিনটায় ঢাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নেত্রকোনা শহর থেকে আসাদুজ্জামান রিয়াদ ও ঢাকার বাড্ডা থেকে মো. কাউসার তালুকদার ও মো. সাফায়েত গ্রেফতার হন।

রিয়াদ নেত্রকোনা সদরের প্রতাপপুর এলাকার মো. জানু মিয়ার ছেলে, কাউসার বালুয়াখালি গ্রামের মৃত সম্রাট তালুকদারের ছেলে ও একই এলাকার মো. উমর আলী’র ছেলে সাফায়েত।

একই মামলায় এর আগে গ্রেফতার অপর তিনজন হলেন নেত্রকোনা সদরের বালুয়াখালি গ্রামের মো. শাহজাহান তালুকদার সবুজ, তার স্ত্রী সেলিনা আক্তার এবং ছোট ভাই রফিকুল ইসলাম তালুকদারের স্ত্রী মোসাম্মৎ স্বপ্না পারভীন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকার বালুয়াখালি গ্রামে কৃষকলীগ নেতা মাসুদকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

মাসুদ নেত্রকোনার বাহির চাপড়া এলাকার মৃত আব্দুল মুকিবের ছেলে। তিনি জেলা কৃষক লীগের সদস্য ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক ছিলেন। হামলায় মাসুদের দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষত-বিক্ষত করে দেন প্রতিপক্ষের লোকজন। পরে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে নিহতের ছোটভাই আবুল খায়ের মঈন ফারুক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর