,

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শিমুল সরকার (২০) নামে এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া তাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত যুবক শিমুল সরকার চান্দিনা উপজেলার পৌরসভাধীন সাহাপাড়া এলাকার নিতাই সরকারের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে যুবক শিমুল। ওই ছাত্রী তার অভিভাবক নিয়ে থানায় অভিযোগ করলে সোমবার দুপুরে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর