নড়াইল প্রতিনিধি: নড়াইলে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে নড়াইলে ফাউন্ডেশনে সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে রবিবার (২ ডিসেম্বর) দুপুরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে নড়াইল ডিজিটাল লাইব্রেরি হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাবলম্বী নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, গণজাগরণ সংস্থার নির্বাহী পরিচালক মিকাইল হোসেন, নড়াইর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নবান্নের সমন্বয়কারী লায়লা সুমন, মাসুম বিল্লাহ প্রমুখ।
আলোচনাসভায় এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জেলার ছোট ছোট সংস্থাকে তহবিল দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়ায় ফাউন্ডেশনের স্থায়িত্ব কামনা করেন বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ।