গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সাইকেল র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে একটি বর্নাঢ্য সাইকেল র্যালী জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হয়ে কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পর্যন্ত গিয়ে একই স্থানে ফিরে আসে।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত শিক্ষার্থী অংশ নেয়। র্যালী চলাকালীন সময়ে তারা বাল্য বিবাহ ও মাদক বিরোধী শ্লোগান দেয়।
এর আগে শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা।
কর্মসুচির আয়োজক বেসরকারি সংস্থা বিজ’র সিনিয়র জোনাল ম্যানেজার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মাসুদ,গোপালগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান, এরিয়া ম্যানেজার সিদ্ধার্থ শংকর ভৌমিক ,প্রোগ্রাম ম্যানেজার মো: মামুনুর রশীদ,গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগোল কিশোর বিশ্বাস প্রমুখ।