গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে কার্তিক পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিবছর কার্তিক পূজার পরদিন এই বাইচ ও মেলা বসে উলপুর বাজার এলাকায়। এ দিন মধুমতি নদীর বিলরুট ক্যানালের দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো নারী-পুরুষ এ নৌকা বাইচ উপভোগ করেন।
শত বছর পুরনো এই ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যগতভাবে নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। উলপুর গ্রামবাসীর আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান।
পরে নৌকা বাইচে অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।