,

গাজীপুরে দুই বিএনপি নেতা আটক

ফাইল ফটো

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জোহা সরকার তাপস ও সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মহানগর বিএনপির সদস্য খান জাহিদুল ইসলাম।

তাপস সরকারের পরিবারের সদস্যরা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সদর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আরমের নেতৃত্বে সাদা পোশাকধারী একদল পুলিশ নগরীর মারিয়ালীর নিজ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়। আমাদের জানা মতে তাপস সরকারের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে, গায়েবি মামলা আছে কি-না আমরা জানি না।

এর আগে নগরীর সরকারি মহিলা কলেজের মোড় থেকে গাজীপুর মহানগর বিএনপির সদস্য খান জাহিদুল ইসলাম আটক করে।

এ বিষয়ে সদর মেট্রোপলিটন থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইতিপূর্বে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল তফসিল পরবর্তী সময় রাজনৈতিক মামলায় কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু গাজীপুরে আমাদের দলীয় লোকজনকে পুলিশ প্রতিদিন গ্রেফতার করছে। আমরা পুলিশের এই গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আটককৃতদের নিঃর্শত মুক্তি দাবি করেন তিনি।

এই বিভাগের আরও খবর