,

বিয়ের পর যে সুখবর পেলেন দীপিকা!

বিয়ের পর যে সুখবর পেলেন দীপিকা!

বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ইতালিতে দীপিকা পাডুকোন এবং রণভীর সিংয়ের দুই দিনের বিবাহের অনুষ্ঠানের পরে ভক্তদের বেশ কিছুটা অপেক্ষাই করতে হয় তাদের বিয়ের প্রথম ছবি দেখার জন্য।

সোশ্যাল মিডিয়ায় ছবি আসতেই বিভিন্ন মানুষ তাদের শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে। খবর এনডিটিভির।

মাদাম তুসোর সরকারি টুইটার অ্যাকাউন্ট বিয়েতে দীপিকাকে অভিনন্দন জানিয়েছে। তবে শুধু অভিনন্দন নয়, সঙ্গে আছে বিশেষ উপহারও।

মাদাম তুসো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরই দীপিকার মোমের মূর্তি উন্মোচন করা হবে।

জাদুঘরটির অফিসিয়াল টুইটারে লেখা হয়েছে, দীপিকা পাডুকোনকে অভিনন্দন জানাই! আমরা তোমাকে আর বেশি উত্তেজনার মধ্যে রাখব না। আগামী বছরই প্রকাশ পাবে তোমার মোমের মূর্তি!

এই বছরের শুরুতেই দীপিকা ঘোষণা করেছিলেন যে, লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে তার মোমের মূর্তি স্থান পেতে চলেছে।

এই বিভাগের আরও খবর