গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব বিশ্বাস (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব বিশ্বাস একই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন বিশ্বাস ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে তার ধানের বীজতলায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। রাজিব বিশ্বাস মঙ্গলবার রাতে নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন সকালে স্থানীয়রা রাজিবের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।