স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছোট ভাই। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র নিয়ে রক্তমাখা কাপড় পরে নিজেই থানার ওসির কক্ষে গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক জাহেদ আলী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ী এলাকার মৃত ফজর আলীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবু তাহের (৪০)।
তিনি কাইচাবাড়ী এলাকার মৃত ফজর আলীর বড় ছেলে। আবু তাহের নিজেও জুয়া খেলতেন এবং মাদক সেবন করতেন বলে তার স্ত্রী কিছুদিন আগে একমাত্র সন্তানকে নিয়ে নরসিংদীতে বাবার বাড়িতে চলে যান বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ছাড়া হত্যাকারী জাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আবু তাহের ও তার ছোট ভাই জাহেদ আলীর মধ্যে আড়াই শতাংশ পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে আবু তাহের নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মাদকাসক্ত ছোট ভাই জাহেদ আলী ধারালো অস্ত্র নিয়ে বড় ভাই আবু তাহেরের ঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত বড় ভাইয়ের মাথা ও গলাসহ সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে বড় ভাইয়ের মৃত্যু হলে জাহেদ আলী নিজেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি নিয়ে সরাসরি আশুলিয়া থানায় ওসির কক্ষে গিয়ে হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে আত্মসমর্পণ করে।