কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত পুত্রের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাবা।
রোববার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২)।
অভিযুক্ত ছেলে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
জানা যায়, দুপুরে মাদকাসক্ত ফরহাদ নেশার টাকার জন্য তার বাবার সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে তিনি লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, দুপুরে নেশাগ্রস্ত ছেলে ফরহাদ তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। ঘাতক ছেলে ফরহাদকে আটক করা হয়েছে।