সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে শ্রীউলা ইউনিয়ন পরিষদে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
আবু হেনা শাকিল আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আটকরা হলেন- শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের আমীর হোসেনের ছেলে শামীমুজ্জামান পলাশ, একই গ্রামের সুরেশ মন্ডলের ছেলে দিপংকর মন্ডল ও থানাঘাটা গ্রামের সইলুদ্দীন সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন।
আবু হেনা শাকিল বলেন, সন্ধ্যার পর আমি স্থানীয়দের নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক করছিলেন। এমন সময় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদে আমার ওপর হামলা করে। তারা আমাকে লক্ষ্য করে চাইনিস কুড়াল দিয়ে কোপ মারতে যায়। এ সময় একজন বাধা দিতে গেলে জখম হয়। পরে চারিদিক থেকে এলাকাবাসী ছুটে এসে ইউনিয়ন পরিষদ ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে স্থানীয়রা। আটকদের পুলিশে দেয়া হয়েছে। আটকরা সবাই চিহ্নিত মাদকসেবী ও চুরি-ছিনতাই মামলার আসামি বলে তিনি জানান।
এ বিষয়ে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।