,

ফেঞ্চুগঞ্জের নতুন ইউএনও আয়েশা হক

আয়েশা হক

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে যোগ দিয়েছেন আয়েশা হক। তিনি বৃহস্পতিবার (১ নভেম্বর) ফেঞ্চুগঞ্জে যোগ দেন।

বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সহকারী পরিচালক, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, কমিল্লার লাকসামে সহকারী কমিশনার (ভূমি) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেন।

এই বিভাগের আরও খবর