,

বরিশালে জেএসসি পরীক্ষায় বহিষ্কার ৮

ফাইল ফটো

বরিশাল প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জেএসসির প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩ হাজার ২৫৬ পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বলেন, বৃহস্পতিবার বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ভোলার চারজন, বরিশাল ও বরগুনার দুইজন করে পরীক্ষার্থী রয়েছে। এ বছর ১৭৪টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে বরিশালে ৮২২ জন, ঝালকাঠিতে ৩৩৮ জন, পিরোজপুরে ৩৭২ জন, পটুয়াখালীতে ৬৩৫ জন, বরগুনায় ৩৩৮ জন ও ভোলা জেলায় ৭৫১ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম আরও বলেন, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। যার মধ্যে ৫৫ হাজার ৫১৫ জন ছাত্র এবং ৬৩ হাজার ৫৬০ জন ছাত্রী।

এই বিভাগের আরও খবর