,

বশেমুরবিপ্রবি’তে নতুন বাসের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বাস ২টি ক্রয় করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরো ২টি নতুন বাসের উদ্বোধন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বাস ২টি ক্রয় করা হয়।

এ সময়ে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শরীফ এনামুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আমজাদ হোসেন,

রংপুরের পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য ড. মোঃ আফজাল হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকেয়া বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাকারিয়া মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুন্নেসা, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ দুটো বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা ১৪টি হলো।

এই বিভাগের আরও খবর