গোপালগঞ্জ প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় গোপালগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে ও স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি স্থানীয় পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শেখ কামাল সুইমিংপুল সংলগ্ন অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
স্ট্যান্ডার্ড ব্যাংক খুলনা অঞ্চলের প্রধান এস ই ভিপি হায়দার নুরুন নাহার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান, গোপালগঞ্জ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক এস এম দেলোয়ার হোসেন, অনির্বাণ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জের ২৭টি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।