,

টুঙ্গীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সবজি ক্ষেত পরিদর্শন

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিটিবেগুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলার কুশলী ও বর্নি ইউনিয়নের বিটিবেগুন ক্ষেতগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাকিব হাসান তরফদার।

এ সময়ে তিনি কৃষকদের বিটিবেগুন ক্ষেত সম্পর্কে নানাবিধ পরাপর্শ ও বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউনিয়নের কৃষকরা জানান, গত বছর ইউএনও মহোদয়ের নানাবিধ উপদেশ, পরামর্শ পাওয়ার পর থেকেই আমাদের এলাকায় অনেক কৃষক আগ্রহের সাথে বিটি বেগুন চাষাবাদ করছেন।

এর আগে তিনি একই উপজেলায় জোয়ারিয়া, মিত্রডাঙ্গার ভাসমান ক্ষেতগুলো পরিদর্শন করেন। ভাসমান বেড বা ধাপ পদ্ধতিতে চাষাবাদে ওই এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই পরিপ্রেক্ষিতে তিনি কৃষকদের ভাসমান সবজি ক্ষেত সম্পর্কে নানাবিধ শিক্ষামূলক পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা প্রদানের কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ্ জালালউদ্দিন ও ইউনিয়নের কৃষকবৃন্দ।

এই বিভাগের আরও খবর