,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ২০ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে সরকারি ছুটি থাকায় উদযাপন অনুষ্ঠান হবে ২২ অক্টোবর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওইদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় এই আয়োজনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে রায় সাহেব মোড় পর্যন্ত র‍্যালি বের হবে। এরপর সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে একাডেমিক ভবনের নিচ তলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর