শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।
ফলাফল শাবিপ্রবির ওয়েবসাইটে https://www.sust.edu পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের যেকোনো অপারেটর থেকে SUST STATUS Roll No লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করে ফল জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২৮টি বিভাগে মোট ১৭০৩ টি আসনের বিপরীতে আবেদন করে ৭৬ হাজার ১৬০ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করে।