,

‘আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ভোট দিন। বিগত দিনে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরমপাল্টা সার্বজনীন হরিমন্দিরে জটাধর গোসাঁইর বাৎসরিক মহোৎসবে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্দিরেরর সভাপতি করেন অমল কৃষ্ণের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, সাতপাড় কলেজের সাবেক জিএস রানা ঠাকুর, ডা. মনোরঞ্জন বোস, মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস কেএম বাবর গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার লেলিন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি ফরিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ আরও অনেকে ।

এই বিভাগের আরও খবর