জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতা কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার ২০ জানুয়ারী ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে ইয়াবা সহ ওই নেতা কে আটক করা হয়।
আটক সোহান মোল্লা উপজেলা গিমাডাঙ্গা এলাকার ওলিয়র রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ সোহান মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালের মধ্যে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং সোহান মোল্লার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তাকে বহিষ্কার করা হবে। আমাদের একটাই কথা মাদকের সাথে সংশ্লিষ্ট কারো স্থান ছাত্রদলে হবে না।