জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারী) দুপুরে জেলা শহরের বড় বাজারের জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এসব কর্মসূচীর আয়োজন করে।
জেলা বিএনপির কায্যালয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবার, এ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বক্তব্য রাখেন।
পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।