কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটিয়াপাড়ায় ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম শিকদার প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন।
ইসলামী আন্দোলনের কাশিয়ানী শাখার সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিন, কাশিয়ানী শাখার সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কাশিয়ানী শাখার সভাপতি আলমগীর শেখ, পোনা মাদ্রাসার মোহতামিম হাফেজ আবু মুছা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাশিয়ানী উপজেলা আমির মো. রেজাউল করিম, ইসলামী আন্দোলনের কাশিয়ানী শাখার শাখার সাংগঠনিক সম্পাদক মো. কারিমুল মৃধা।
এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।