জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে সোমবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
এখন পর্যন্ত আবদুল হাই কানু মিয়ার পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।
এর আগে রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তারুজ্জামান।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়াতে ঘটনাটি দেখছি। এটি অনাকাঙ্ক্ষিত। আমি চৌদ্দগ্রাম থানার ওসি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি।’
এদিকে ঘটনার দিন বিকালে নিরাপত্তাজনিত কারণে বাড়ি ছেড়ে ফেনীতে চলে যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সেখানেই ছেলের বাসায় রয়েছেন তিনি।
পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।