,

ফুকরা বধ্যভূমিতে ইউনিয়ন বিএনপির শ্রদ্ধা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ফুকরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা দিকে এ শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা সেখানে ফাতেহাপাঠ করে মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা কমিটির সদস্য বদরুল আলম বদিয়ার, সভাপতি আবু বক্কার মুন্সী, সহ সাধারণ সম্পাদক এমদাদুল মোল্যা, বীরমুক্তিযোদ্ধা টুকু ফকির, অহিদুজ্জামান, ইউপি সদস্য এনামুল হক, ডালিম সরদার, আতিক শিকদার, শাহাদৎ শরীফ, টুকু ফকির, লিটন সরদারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর