জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ করেছে জেলা বিএনপি।
এ ঘটনায় আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডাল সড়ক, তেবাড়িয়া ও সৈয়দ মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।