,

বিএনপির রোড মার্চের গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ করেছে জেলা বিএনপি।

এ ঘটনায় আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডাল সড়ক, তেবাড়িয়া ও সৈয়দ মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, কোয়েল ও তার বাহিনী ডালসড়ক এলাকায় মাইক্রোবাসে আগুন দেওয়াসহ বাগাতিপাড়া থেকে আসা বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে।

ফায়ার সার্ভিসের লিডার রুহুল আজিম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ অভিযোগ অস্বীকার করে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আমার জানামতে নাটোরে বিএনপি ও আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। আমার ধারণা, বিএনপির নেতাকর্মীরাই মাইক্রোবাসে আগুন দিয়ে তার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘গাড়িতে কিভাবে আগুন ধরেছে বা গাড়িতে কারা ছিল তা জানা নেই।

এই বিভাগের আরও খবর