জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক সিদ্দিক আলীর বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল পাওয়া গেছে।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই চাল পাওয়া যায়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ওই বাড়িতে পৌঁছানোর আগেই চাল সরিয়ে ফেলে পালিয়ে যায় সিদ্দিক আলী। সিদ্দিক উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামের হাজী বাহাদুর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবু সাঈদ ও আনোয়ার আলী। সোমবার আবু সাঈদের পৌর শহরের জগতলা বাজারের দোকান এবং আনোয়ারের রাঙ্গালিয়া বাজারের দোকান থেকে কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করা হচ্ছিল। একপর্যায়ে বিকেলে এই দুই ডিলারের দোকান থেকে সিদ্দিক ভ্যানগাড়িতে চাল তুলে নিজের বাড়িতে নিয়ে যান। এভাবে সিদ্দিক তার বাড়িতে ৭৩ বস্তা চাল নিয়ে জমা করেন।