জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সেইসঙ্গে ওই শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলামে আটক করেন।