,

হাজতির স্ত্রীকে পার্কে ঘোরাতে নিয়ে বিপাকে কারারক্ষী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে হাজতির স্ত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে জেলা কারাগারের কারারক্ষী আলী হোসেনকে বদলি ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা কারাগারের জেলার সফিকুল আলম এ তথ্য জানান।

কারা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে এক মাস সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আছেন এক ব্যক্তি।

বুধবার সকালে ওই হাজতির স্ত্রীকে নিয়ে পঞ্চগড় শহরের তালমা এলাকার হিমালয় পার্কে ঘুরতে যান কারারক্ষী আলী হোসেন। সেখানে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার সূত্র ধরে পরে গণরোষের কবলে পড়েন আলী হোসেন ও হাজতির স্ত্রী।

এ অবস্থায় অন্য দুজন কারারক্ষী আলী হোসেনকে উদ্ধার করে কারাগারে ফিরিয়ে আনেন এবং কারা কর্তৃপক্ষকে বিষয়টি তারা জানান।

বিষয়টির সত্যতা পাওয়ায় আলী হোসেনের বিরুদ্ধে বদলিসহ বিভাগীয় মামলার সুপারিশ করেছে কারা কর্তৃপক্ষ।

হাজতির স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী আলী হোসেন দাবি করেছেন, জরুরি কথা আছে বলে তাকে পার্কে ডেকে নিয়ে গিয়েছিলেন ওই নারী।

এ বিষয়ে জেল সুপার বদরুদ্দোজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী প্রধান কারারক্ষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর