,

কোটালীপাড়ায় নির্মল সেনের জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯২তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, শিক্ষক কাজী আছিয়া, জোবায়ের হোসেন হাওলাদার, পলাশ ঘরামী বক্তব্য রাখেন।

সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, নির্মল সেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তার লেখায় কোটালীপাড়ায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্মল সেন কোটালীপাড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আমাদের সকলের উচিত নির্মল সেনের নামে  প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে আসা।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi