,

স্বতন্ত্র প্রার্থীর মি‌ছি‌লে হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপ‌জেলার ঝাউ‌দি‌তে ইউনিয়ন পরিষদ নির্বাচনি প্রচারণায় এক চেয়ারম্যান প্রার্থীর মিছিলে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা বাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যদক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার কাজীর কর্মী-সমর্থকরা মাদ্রা এলাকা থেকে একটি মিছিল বের করে শহরের দিকে আসছিল। মাঝপথে তালতলা এলাকায় আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

এতে হায়দার কাজীর অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর