,

সাড়ে ১৩ হাজার পিচ ইয়াবাসহ চার ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের হরিদাসপুর থেকে সাড়ে তেরো হাজার পিচ ইয়াবাসহ দুইনারী মাদক কারবারীসহ চার মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চার মাদক কারবারীকে আটক করে পুলিশ।

আজ দুপুরে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান খান তার সম্মেলন কক্ষে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন এর নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল জেলা শহরের হরিদাসপুর এলাকায় তল্লাশি চালিয়ে একটি বসতবাড়ীর সামনে থেকে দুইনারী মাদককারবারী মনিরা বেগম ও মর্জিনাসহ চার মাদক কারবারীকে সাড়ে তের হাজার পিচ ইয়াবাসহ আটক করে নিয়ে আসে।

এঘটনায় একটি মাদক মামলা হয়েছে ।

এই বিভাগের আরও খবর