,

৭০টি গাছের চারা কেটে ফেলল ওরা

পূর্ব শত্রুতার জের ধরে ৭০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রাতের আঁধারে প্রবাস ফেরত এক ব্যক্তির বিভিন্ন প্রজাতির ৭০টি ফলজ গাছের চারা কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে গাছগুলো কাটা অবস্থায় দেখে ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল কালাম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, উপজেলার পূর্ব বশিপুর গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই সোহেল রানাদের জমির বিরোধ চলে আসছে। সোহেল একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বিরোধীয় ওই জমির মালিকানা নিয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা হয়। সম্প্রতি ওই মামলায় ইসমাইলের পক্ষে রায় আসে।

অভিযোগ অস্বীকার করে সোহেল রানা বলেন, আমি পরিবারসহ সিলেটে থাকি। কে বা কারা গাছের চারা কেটেছে তা আমার জানা নেই।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

এই বিভাগের আরও খবর