,

মুকসুদপুরে গৃহবধূকে শিকলবন্দি, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর কোমরে শিকল দিয়ে পিলারের সঙ্গে বেঁধে তালাবন্ধ করে রাখেন স্বামী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শিকলবন্দি ওই গৃহবধূর নাম নাসরিন বেগম (২৪)।

মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাসরিন বেগম ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও একই ইউনিয়নের বাহাড়া গ্রামের ওসমান শেখের মেয়ে।

ওই ভিডিওতে দেখা যায়, গৃহবধূ নাসরিনের কোমরে শিকল লাগিয়ে একটি খুঁটির সঙ্গে তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর চারপাশে দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা।

নাসরিন বেগমের সঙ্গে কথা বলে জানা যায়,  ২০১৩ সালে আব্দুর রহমানের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। ওই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আব্দুর রহমান গোপনে অন্য মেয়েদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। কয়েক মাস আগে তা নাসরিন বেগম জানতে পারেন। এরপর নাসরিন বেগম ফেসবুকে টিকটক আইডি চালু করেন। এ নিয়ে মাঝে-মধ্যে আব্দুর রহমান নাসরিনকে গালাগাল ও মারধর করত।

গত  ২৫ ফেব্রুয়ারি  তাকে বেধড়ক মারপিট করলে সে আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না বলে জানান। ওই দিনই তিনি স্বামীর বাড়ি থেকে বের হয়ে প্রথমে তার বোনের বাড়িতে এবং পরে সেখান থেকে সে খুলনায় চলে যান। শনিবার নাসরিনের ভাই মিটুল শেখকে দিয়ে খুলনা থেকে নাসরিনকে এনে কোমরে শিকল দিয়ে বেঁধে রাখে স্বামী আব্দুর রহমান।

নাসরিনের বোন আসমা বেগম বলেন, শনিবার নাসরিনকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। এর আগেও কয়েকবার আমার বোনকে মারপিট করেছে। রোববার বিকালে পরিবারের লোকদের নিয়ে বসব। প্রয়োজন হলে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করব।

আব্দুর রহমান বলেন, নাসরিন অন্য ছেলের সঙ্গে পরকীয়া প্রেম করে এবং বাড়ি থেকে যাওয়ার সময় ১ লখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। নাসরিনের নামে ব্যাংক অ্যাকাউন্টে আরও টাকা রয়েছে। ওই  টাকা উত্তোলন করার কথা বলে তার ভাইকে দিয়ে খুলনা থেকে এনে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম। রাতে আবার শিকল খুলে দিয়েছিলাম।

এই বিভাগের আরও খবর