শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের কাউন্সিলর এরফানুল হকের নেতৃত্ব দুই সদস্যের প্রতিনিধি দল এরই মধ্যে ইতালির লাম্পেডুসার ডেপুটি মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন। কথা বলেছেন বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসন প্রত্যাশীর সঙ্গেও।
দূতাবাস আরও জানায়, আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনও অভিবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মরদেহ দেখা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সাথে কথা বলেছে। মরদেহ শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রখেছেন তারা।
ইতালিতে থাকা বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। যাদের মধ্যে ৭ জন মারা গেছেন। গত ২৫ জানুয়ারি লিবিয়া হয়ে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হন সাত বাংলাদেশি।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ২০২১ সালে ভূমধ্যসাগরের এই রুটকে মারাত্মক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।