মৌলভীবাজার প্রতিনিধি: পরপর ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এ ছাড়াও চলতি বছরের ১ ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। যা চলতি বছরের শীত মৌসুমে বাংলাদেশের যেকোনো অঞ্চলের পরিসংখ্যান থেকে সর্বনিম্ন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ৬ ফেব্রুয়ারি (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, যথাক্রমে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, আগামী ৯ বা ১০ ফেব্রুয়ারি তারিখের দিকে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, শ্রীমঙ্গলের তাপমাত্রা আরো কমবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দিন-রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ফেব্রুয়ারি শেষে দেশের ২/১টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।