,

২৫ বছর হলেই কেটে ফেলা হবে বাস-ট্রাক

নিজস্ব প্রতিবেদক: উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যানবাহনের জীবনকাল বেঁধে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার জানিয়েছে, ২৫ বছরের পুরাতন বাস বা ট্রাক আর চলবে না। সেগুলোকে ফিটনেস সনদ না দিয়ে কেটে ফেলা হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার সচিবালয়ে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, আমরা বলেছি ২৫ বছরের বেশি যে বাস ট্রাকের বয়স হবে সেটির আর ফিটনেস দেয়া হবে না। এর বেশি হলেই সেটি স্ক্র্যাপ করে ফেলা হবে। বাস বা ট্রাকের মালিক স্বেচ্ছায় বলবেন যে, ‘আমার গাড়ি ২৫ বছর হয়েছে। আমি স্ক্র্যাপ করতে চাই। তখন সেটি স্ক্র্যাপ করে ফেলতে হবে’।

পরিবহন মালিকরা নিজেরা এই কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনী এই উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘তখন পুলিশ সিদ্ধান্ত নিয়ে সেটি স্ক্র্যাপ করে ফেলবে। এখানে মালিকের কোনো চাওয়া পাওয়ার দাম থাকবে না। এটা আমরা ইমপ্লিমেন্ট করব। এটি করতে হয়তো কিছু প্রাসঙ্গিক কাজ করতে হবে। সেটি করতে আমরা তৈরি হচ্ছি।’

এই বিভাগের আরও খবর