,

১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পরকীয়ার জেরে ১০ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রবাসীর স্ত্রী পালিয়েছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে আদমদীঘি থানায় অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বামী বেনজির (৩৩)। তাদের একটি ছেলেসন্তানও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১১ বছর আগে উপজেলার সান্তাহার পৌরশহরের নামা পোঁওতা গ্রামের মালদ্বীপ প্রবাসী বেনজিরের সঙ্গে গাদোঘাট গ্রামের জাবেদ আলীর মেয়ে আদরী সুলতানার বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। চার বছর ধরে প্রবাসজীবনের সব টাকা স্ত্রীর নামে পাঠাতেন বেনজির। সম্প্রতি নামা পোঁওতা গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে নিজের কাছে গচ্ছিত রাখা ১০ লাখ টাকা ও চার ভরি স্বর্ণের চেন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ।

খবর শুনে ১৫ দিন পর তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন বেনজির। পরে তিনি সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও স্ত্রী ও ছেলের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর