,

হাটহাজারীতে গ্যাসলাইনে বিস্ফোরণ, শিশুসহ পাঁচজন দগ্ধ

ফাইল ফটো

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাসের সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়ে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী রয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে আমানবাজার এলাকার হারুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

যারা আহত হলো- সনি বেগম (২৬), রুবি আক্তার (১৬) এবং শিশু রাজিয়া (১১) তামিম (৩) ও ইয়াসিন (১)। শিশু তামিম ও ইয়াসিন গৃহিনী সনি বেগমের সন্তান এবং শিশু রাজিয়া গৃহিনী রুবি আক্তারের সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ।

তিনি বলেন, আমানবাজার এলাকার একটি ভাড়া বাসায় গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর