,

‘হত্যা মামলার’ তদন্ত করতে গিয়ে ধরা ভুয়া ওসি

জেলা প্রতিনিধি, শেরপুর: ঝিনাইগাতীতে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ধরা পড়েছেন এক ভুয়া ওসি।

গ্রেপ্তার আনসার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫) সদর উপজেলার কুঠারাকান্দা ছনকান্দা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ৬ অক্টোবর বিকেলে কাংশা ইউনিয়নে ইমান আলী ওরফে ফেকাসু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ।

তবে দু’তিন দিন ধরে কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি পরিচয় দিয়ে আনসার আলী মামলাটির তদন্ত করতে যান।

এ সময় তিনি দাবি করেন, সিআইডি থেকে তাঁকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পরে বাদীকে ঘটনা গোপন রাখতে এবং তথ্য দিয়ে সহায়তা করতে বলেন তিনি। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ওই এলাকায় যান তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ। এ সময় আনসার আলীকে ইজিবাইকে করে ঘুরতে দেখেন তিনি। সব জানতে পেরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, প্রতারণা মামলা হয়েছে। ভুয়া ওসি আনসারকে জেলে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর