,

সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে করা রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আজ মঙ্গলবার (৮ মার্চ) দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনটি শুনানির জন্য আদালতে তোলা হলে আইনজীবী সৈয়দ মহিদুল কবীরের উদ্দেশে বিচারপতিদের একজন বলেন, ‘এর সঙ্গে সবার স্বার্থ জড়িত। তাই আবেদনটি নির্ভুল করে আগামীকাল (মঙ্গলবার) নিয়ে আসুন।’

এর আগে রোববার সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরিতে হাইকোর্টে রিটটি করেন তিন আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

এতে বাণিজ্যসচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। পরে বিষয়টিকে রিট আকারে উপস্থাপনের পরামর্শ দেন আদালত।

এই বিভাগের আরও খবর