আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দেশটির সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাগ জেলার সুজাবাদে একটি খালে পড়ে তাদের গাড়ি। এতে ৯ সেনা প্রাণ হারান।
আইএসপিআর আরও জানায়, আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।