জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্যবসায়ী নিতাই মজুমদার। তার বয়স ৩৫ বছর।
সোমবার বেলা তিনটার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে সোনাকুড় এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ব্যবসায়ী নিতাই মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের কালীপদ মজুমদারের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে জেলা শহরে যাচ্ছিলেন।
সোনাকুড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া নসিমন চালককে আটক করা যায়নি।’