,

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না প্রধান শিক্ষিকার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুরাইয়া সুলতানা (৫৪) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী উপজেলা সহকারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিদ্যালয় ছুটির পর বিকেলে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন সুরাইয়া সুলতানা। পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে পিছনে থাকা অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. মাহা তোছাদ্দেক সুরাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর