বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস জানান, বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামে দুই আগের এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ছেলেটির দাদা বাদী হয়ে মামলা করেন। মামলার আসামি আপেল উদ্দিনের (৫০) বাড়ি বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে।
এসআই বলেন, আপেল নিজ বাড়িতে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে আপেল তার নাতিকে পড়ানোর কথা বলে
তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় আপেলের স্ত্রী বাড়িতে ছিলেন না।
“এ সুযোগে আপেল তার নাতিকে যৌন নির্যাতন করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন গিয়ে আপেলকে আটক করে মারধর দিয়ে ছেড়ে দেয়।”
এসআই বলেন, ঘটনার পর থেকে ওই শিক্ষক ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।