,

স্কুল-কলেজ খুলছে ফেব্রুয়ারিতে?

বিডিনিউজ ১০ ডটকম: করোনার মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী বছরের ফেব্রুয়ারি পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পাঠ্যপুস্তক উৎসব-২০২১ উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে।’

আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে শারীরিক উপস্থিতিতে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।’

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় পাঠ্যসূচি কাটছাঁট করে শিক্ষার্থীদের প্রস্তুত করে তবেই পরীক্ষা নেয়া হবে বলেও জানান ডা. দীপু মনি।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে সিলেবাস কমিয়ে ও সময় পিছিয়ে আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর