,

স্কিটির কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ

বিডি নিউজ ১০. ডটকম: ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)’র ৫ দিনব্যাপী ‘নতুন শিল্প/ব্যবসা প্রতিষ্ঠার উপায়’ শীর্ষক কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে রাজধানীর উত্তরায় স্কিটির হলরুমে এ সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়।

স্কিটির অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিুকল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচীব (এনডিসি), বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচীব ও বিসিকের প্রকল্প পরিচালক মোহাম্মাদ আতাউর রহমান সিদ্দিকী, যুগ্ম সচীব বিসিকের (বিপণন ও নকশা) প্রকল্প পরিচালক মাহাবুব রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক, মো. মঞ্জুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে কোর্সে অংশ নেয়া প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর