,

সৈকতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহেদ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী কর্মকর্তা মাহবুব আলম।

শাহেদ হোসাইন কক্সবাজারের রামুর শামসু আলমের ছেলে। সে রামু কলেজের শিক্ষার্থী ছিলেন।

মাহবুব আলম বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে দুই বন্ধু সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায়।  সেখান থেকে একজনকে উদ্ধার করতে পারি। শাহেদ নামে একজনকে খুঁজে পাইনি। পরে ৪৫ মিনিট পর শাহেদকে উদ্ধার করতে সক্ষম হই। এ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর