জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি ছোট বড় নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়া পানিতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের ২১৬টি প্রাথমিক বিদ্যালয়। ফলে বন্ধ রয়েছে পাঠদানে কার্যক্রম।
জানা য়ায়, মঙ্গলবার সকাল থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলাসহ জেলার পাঁচ উপজেলার ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে ছাতকে ১৭২টি, দোয়ারাবাজারে ২৩টি, সদর উপজেলায় ২০টি এবং শান্তিগঞ্জে একটি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে।
পৌর শহরের তেঘরিয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা ইয়াসমিন বলেন, পাহাড়ি ঢলের পানি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছে। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল আমরা সরিয়ে নিয়েছি।
তিনি আরো বলেন, অভিভাবকরাও বন্যার পানির ভয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। সেই জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান বলেন, পাহাড়ি ঢলে ২১৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে ২৮টি সাময়িক বন্ধ রাখা হয়েছে।